Wednesday 20 April 2016

Chicken Fry Recipe: ঘরে বসেই তৈরি করতে পারেন মজার ক্রিসপি চিকেন ফ্রাই।

চিকেন ফ্রাই (Chicken Fry Recipe)
সবাই বাইরের খাবার খেতে,বিশেষ করে ফাস্টফুড পছন্দ করে।। কিন্তু সব সময়ই কি তা স্বাস্থ্যসম্মত হয়? তাই যদি প্রিয় মানুষগুলোকে স্বাস্থ্যসম্মত খাবার তুলে দিতে চান তবে  ঘরে বসেই তৈরি করতে পারেন মজার মজার সব আইটেম। কীভাবে করবেন ভাবছেন? না একদমই ভাববেন না।দেখে নিন, তৈরি করার নিয়ম।

উপকরণ:

  • মুরগি ১টি ৮ টুকরো করে কাটা,
  • ঘন দুধ আধা কাপ,
  • ময়দা ১কাপ,
  • লবণ পরিমান মতো,
  • গোলমরিচ গুঁড়া আধা চা চামচ,
  • সরিষা গুঁড়া পরিমাণ মতো,
  • কর্নফ্লেক্স বা চিপস আধা কাপ,
  • তেল পরিমাণ মতো।

প্রনালী:

  • কর্নফ্লেক্স বা চিপসগুলো চাপ দিয়ে ভেঙ্গে নিন।
  • এবার একটি পলেথিন ব্যাগে ময়দা, লবণ, গোলমরিচের গুঁড়া, কর্নফ্লেক্স বা চিপস, সরিষা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
  • মুরগির টুকরো গুলো দুধের মধ্যে কিছুক্ষণ রেখে তারপর তুলে নিন।
  • এবার মাংসের টুকরোগুলো ময়দার মিশ্রণে দিয়ে প্যাকেটের মুখ বন্ধ করে খুব ভালো করে ঝেঁকে কোট লাগিয়ে নিন।
  • এবার একটি পাত্রে তেল দিয়ে কিছুক্ষণ রাখুন।
  • তেল গরম হয়ে এলে মাংস গুলো দিন।
  • কিছুক্ষণ পর চুলার আচঁ কমিয়ে ঢাকনা দিয়ে ভাজতে থাকুন। এতে মাংসের ভেতরটা সেদ্ধ হয়ে যাবে।
  • মচমচে করতে এবার ঢাকনা খুলে দিন এবং চুলার আচঁ বাড়িয়ে দিন যাতে বাদামী রং হয়।
  • এবার উঠিয়ে সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ক্রিসপি চিকেন (Chicken Fry Recipe)।

তাহলে এখনই রান্না করুন আর জানান আমাদের ও আপনার বন্ধুদেরকে এই ঘরে বসেই তৈরি মজার ক্রিসপি চিকেন ফ্রাই কথা।


No comments:

Post a Comment